English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

স্কুলের ভেতর পিকআপ চাপায় শিক্ষিকা ও ছাত্রী নিহত

- Advertisements -

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে থাকা একটি পিকআপের চাপায় শিক্ষিকা ও প্রথম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে।

ওই দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন । আজ সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) ও প্রথম শ্রেনীর ছাত্রী জেরিন তাসনিম (৭)।

নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয় আর হাসপাতালে আনার পর শিক্ষিকা ফাতেমা নাসরিন মারা যান। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় ছয়  জন ভর্তি রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6uia
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন