English

33.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের ৩০০ যাত্রী

- Advertisements -

নাট খুলে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ীতে আটকে ছিল এক ঘণ্টা। ট্রেনটি ছাড়ার আগ মুহূর্তে বিষয়টি নজরে আসে। এতে করে অল্পের জন্য রক্ষা পান তিনটি বগির অন্তত ৩০০ যাত্রী। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে আসে। বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী স্টেশনে পৌঁছার কিছুক্ষণ পর ট্রেনের কর্মকর্তারা পরীক্ষা করার সময় দেখেন, পেছনের তিনটি বগির আগের চাকার গুরুত্বপূর্ণ একটি নাট খুলে আছে।

ছাড়ার আগ মুহূর্তে বিষয়টি নজরে না এলে এভাবেই ট্রেনটি রওনা দিত। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পেছনের তিনটি বগিতে থাকা অন্তত ৩০০ যাত্রী মারাত্বক ঝুঁকিতে পরতেন।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নাট খুলে ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল চলাচল এক ঘণ্টা বিলম্ব হয়েছে। নাটটি মেরামত শেষে সোয়া ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

তন্ময় কুমার দত্ত আরও বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নাটের সমস্যা হওয়ায় আধা ঘণ্টা আগেই ছেড়ে গেছে ভাটিয়াপাড়া ট্রেনটি। আপাতত আর কোনো সমস্যা নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6iv2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন