কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
অপর এক গুরুতর আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/31y6