মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাহেবনগর তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা আহমেদ উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সাহেবনগর থেকে বামন্দীর দিকে নিজ বাড়িতে আসছিল। পথে তালতলা মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘রানা আহমেদ সাহেবনগর থেকে বামন্দীর দিকে নিজ বাড়িতে আসছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ‘দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
