English

28 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫
- Advertisement -

গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

- Advertisements -

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২) ও একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ ম-লের ছেলে কৌশিক (২২)।

আহতরা হলেন- শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে সাড়ে ১০টার দিকে চার যুবক একটি মোটরসাইকেলে করে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৌশিক ও শ্রাবণ নামে দুই যুবকের মৃত্যু হয়।

এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে। আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন