গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zpzs