English

30 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

- Advertisements -

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ফটিকছড়ি পৌরসভাধীন কে এম টেক এলাকায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মানিক আচার্য্য (৫০) নোয়াখালী জেলার কবিরহাট এলাকার সুন্দরপুর গ্রামের ধীরেন্দ্র আচার্য্যে ছেলে বলে জানা গছে। নিহত অপর আনুমানিক বয়স (২২) ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উত্তর ফটিকছড়ির নারায়ণহাট যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপর এক ব্যক্তি নিহত হয়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরোয়ার আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। তাদের একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন