ফরিদগঞ্জের চান্দ্রায় সিএনজি উল্টিয়ে পথচারী নুসরাত জাহান (০৬) নামে ০১টি শিশু নিহত হয়েছে এবং সিএনজিতে থাকা চালকসহ ৫জন যাত্রী মারাত্মক আহত হন ।
বুধবার(২৬ আগস্ট) দুপুর ১২টার সময় জাফর উল্লাহ চৌধুরী বাড়ীর সংলগ্ন সড়কেই সড়ক দুর্ঘটনাটি ঘটে । জানা যায়, চান্দ্রা বাজারের দিকে আসা একটি দ্রুতগামী সিএনজিটির সামনে দিয়ে নুসরাত হঠাৎ দৌড় দিলে সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটির উপর উল্টিয়ে যায় এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয় ।
নিহত নুসরাত জাহান বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বৌসের বাড়ীর মো. মিজান খানের ৩য় কন্যা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন