English

27 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

ঝালকাঠিতে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়কে ছাত্রলীগ নেতার মৃত্যু

- Advertisements -

ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমন হালদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নেহালপুর এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হালদার সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনি শহরে আসছিলেন। নেহালপুর ব্রিজের ওপরে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ মোটরসাইকেলের চালকসহ তিনি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন হালদারকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক মো. মান্না (৩০) গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘাতক অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন