English

27.7 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে ২ তরুণের মৃত্যু

- Advertisements -

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।

নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা।

তারা দুজনই একসঙ্গে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছে। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে ইলেকট্রিক কাজ করার জন্য চৌমুহনী বাজার একালায় যাচ্ছিল। যাত্রাপথে মোটরসাইকেলটি চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় পৌঁছলে চৌমুহনীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। 

সেখান থেকে রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর পৌনে ২টার দিকে কাঁচপুরের কাছে পৌঁছলে তারও মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

একজনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। অন্যজনের মরদেহ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vfyb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন