বান্দরবানের থানচি-আলীকদম সড়কে সেনা বাহিনীর একটি গাড়ি উল্টে গিয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনয় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদর থেকে ১০৫ কিলোমিটার দূরে হেডম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার ওসি সুদীপ রায় দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, নিহত সেনা সদস্যের নাম কর্পোরাল শিমুল।
আহতরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি)-এ কর্মরত। স্থানীয় সূত্র জানায়, থানচি-আলীকদম সড়ক পথে আসার সময় হেডম্যান পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে কর্পোরাল শিমুল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানচি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, আহতদের প্রথমে থানচি উপজেলা কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজারের রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cggc