English

33.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

- Advertisements -

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে দিনাজপুরের বীরগঞ্জে মো. রবিউল ইসলাম নামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার স্ত্রী ফেন্সি বেগম (৪৫) ও ছেলে সংগ্রাম (২৩) গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. রবিউল ইসলাম (৫৩) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির চকপাতলা গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে এবং বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত বুধবার দিবাগত রাত ৭টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার হাবলুর হাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম তার স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে সংগ্রামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বীরগঞ্জে আসছিলেন ছেলের ল্যাপটপ কেনার জন্য। সন্ধ্যার পর ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার হাবলুর হাট সংলগ্ন এলাকায় মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্্রাক্টরকে ধাক্কা দিলে মোটরসাইকেল থাকা তিনজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে সংগ্রামকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজা সুলতানা লুনা জানান, নিহতের স্ত্রী এবং ছেলে বর্তমানে আশংকা মুক্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cfti
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন