নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি পুকুরে পড়ে রুহুল আমিন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মেহেরপুরের গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুহুল আমিন গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন সকালে গাংনী থেকে ট্রলিটি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। সেসময় রুহুল আমিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/b42c
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন