বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দেড় কিলোমিটারের মধ্যে এক দিনেই তিনটি দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার সাজাপুর মুঞ্জুর মটরস সিএনজি স্টেশন থেকে বেতগাড়ী আরকে সিএনজি স্টেশন পর্যন্ত মহাসড়কে এই দূর্ঘটনাগুলো ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেতগাড়ী আরকে সিএনজি স্টেশনের সামনে বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মাছ ও হাঁস-মুরগির খাদ্য (ডিআরবি) বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৭৫০) রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ট্রাকের চালক জানান, বাংলাবান্ধা থেকে খাদ্য বোঝাই করে সিরাজগঞ্জ এ সি আই ফিড কম্পানিতে যাওয়ার পথে বেতগাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডান পাশে চাপ দেয়। এসময় বাম পাশে ফুটপাতে নামিয়ে দিলে গর্তে পড়ে ট্রাকটি উল্টে যায়।
অপরদিকে গতরাত দেড়টার দিকে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রীজের দক্ষিণ পাশে বগুড়াগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। চালক রাসেল জানান, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক এক সঙ্গে ওভাটেক করার সময় একটি ট্রাক ডান দিকে চাপ দেয়। এসময় মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের ডান পাশ দুমড়েমুচড়ে যায়।
এছাড়া সাজাপুর মুঞ্জুর মটরস সিএনজি স্টেশনের সামনে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। তবে কোন দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, বেতগাড়ী এলাকায় একটি মুরগীর খাদ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এছাড়া অন্য কোনো দুর্ঘটনার খবর তার জানা নেই।