বগুড়া শহরের ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তি ট্রাকচাপায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হালিম ফুলবাড়ি মধ্যপাড়ার আমির আলীর ছেলে। পুলিশ চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করেছে।
ফুলবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল আসলাম জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মাটিডালির দিকে যাচ্ছিল। ট্রাকটি যখন ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় পৌঁছায় তখন আব্দুল হালিম রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন।
এসময় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sln5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন