বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বন্ধুর মোটরসাইকেল রেসিংয়ে (দৌড়) এক বন্ধুকে মরতে হলো। রেসিংয়ের সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল মুন্সি (২২) নামে বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহেল বারইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে।
ওইদিন রাত ৯টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর জখম অবস্থায় খুলনায় নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বন্ধু মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। রেসে অংশ নেওয়া অপরজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mlny
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন