টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুই জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সূর্যের স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। পথে বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ‘একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।’