গোপালগঞ্জে বাসচাপায় শাহারুল আলম ইরান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
শনিবার বিকাল সোয়া ৩ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইরান গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানশাহী গ্রামে যাচ্ছিলেন ইরান ও তার এক আত্মীয়। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে মোটরসাইকেল ও বাসের ১৬ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল আলম ইরান মারা যায়। আহত অপর ১৫ জনের মধ্যে ৯ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rc1q
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন