সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এনায়েতপুর হাসপাতালগামী শাহজাদপুরের সবুজবাংলা নামের বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন বলে জানা গেছে।
নিহতরা হলেন- বেলকুচির শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২২) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৩)। গুরুতর আহত ফরহাদ হোসেন (২৮) নামে তাদের অপর সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর হাসপাতালে পাঠিয়েছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, তিন যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/f6wn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
