ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ইসলামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মুসলেম মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার আনোয়ার মারা যান। এ ঘটনায় ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া গুরুতর আহত হন।
বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আ.স.ম আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0j2h
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন