ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজ তালুকদার বলেন, ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। সকাল ১০টার দিকে বেলতলি এলাকায় যানটি যাত্রীবোঝাই একটি মাহেদন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন এর দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এ ছাড়া আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rrcx
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন