ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৫ জন। আজ শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চেলেরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন।
তিনি বলেন, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dp9z