রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত ব্যক্তি মেজবাহউদ্দিন ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার রেললাইন পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ জানায়, নিহত মেজবা ঢাকা কলেজের মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
ওসি রকিব উল হোসেন বলেন, আজ বিকেলে মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় নিহত মেজবার দেহ চার টুকরা হয়ে গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8pbp
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন