রাজধানীর হানিফ ফ্লাইওভারে বেপরোয়া বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সেখানেই পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন। এসআই সৈয়দ আবদুল মান্নান জানান, পেশায় ঠিকাদার মাহমুদুরের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়। সপরিবারে তিনি রাজধানীর ডেমরার সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর।
এ সময় গজারিয়া পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5up6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন