রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড় এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম নগরীর মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী রোহান ইসলাম গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাইম ও রোহান নগরীর বিমানচত্বরের একটি আইটি সেন্টারে কাজ করতেন। কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হওয়ার পর বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুর দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় দুজন ছিটকে পড়েন। এর মধ্যে নাইম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত রোহানকে রামেকে পাঠায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করলেও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
