English

29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

লরির ধাক্কায় প্রাণ গেলো মাদরাসাছাত্রীর

- Advertisements -

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তানজিনা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও ডাকঘর শাহ সুফি মাওলানা নুর আহম্মদ (র.) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসা থেকে ৫০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তানজিনা। এসময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর আশপাশের লোকজন দৌড়ে এসে তানজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগামী লরি ধাক্কা দিলে এক ছাত্রী গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ylv3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন