বগুড়ার শেরপুরে ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে শেরপুর থানাধীন মহিপুর এলাকায় রংপুরগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাফিউল হাসান। তিনি মোটরসাইকেলযোগে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৫১৪৮) দ্রুতগতিতে এসে রাফিউল হাসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে বাসসহ চালককে আটক করে।
আটককৃত চালকের পরিচয়—আবদুল খালেক (৩৬), পিতা: আলহাজ ব্যাপারী, ঠিকানা: গ্রাম—সাকোয়া, থানা—পলাশবাড়ী, জেলা—গাইবান্ধা।
এ ঘটনায় নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
