রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফনা রিংকি নামের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আজ বুধবার দুপুরে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রী রুবিনা আফসানা রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের শিক্ষার্থী। আহতরাও একই ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকির মৃত্যু হয়। সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’
