English

25 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫
- Advertisement -

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

- Advertisements -

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার ভোর রাতে উপজেলার নয়নগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক বাবলু ও যাত্রী মানিক।

তারা পাবনার কাশিনাথপুর এলাকার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল এ সময় ট্রাকটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রো বাসের চালক ও এক যাত্রী প্রাণ হারান। এ ছাড়া আহত হন আরো দুইজন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন