English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

সিলেটে বোনের লাশ বাসায় নেওয়ার পথে ট্রাক চাপায় নিহত ভাই

- Advertisements -

সিলেটের দক্ষিণ সুরমায় এলাকায় চাচাতো বোনের লাশ বাসায় নেওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ভাই বায়েজিদ আহমদ। কামালবাজারের পুরাগাঁও তালুকদার বাড়ি সুনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ২০ মে সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদের চাচাতো বোন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে ফিরছিলেন পরিবারের সদস্যরা। এসময় তাদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বায়েজিদ বাড়ি দিকে আসছিলেন।

পথিমধ্যে দক্ষিণ সুরমার হাজরাই নামক স্থানে হাইওয়ে রোডের পাশের ছোট সড়কে তার মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। মুহূর্তে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সেই সাথে ছিন্নভিন্ন হয়ে পড়ে বায়েজিদের শরীর। এমনকি ট্রাক ও মোটরসাইকেলে তার মগজ পর্যন্ত লেগে থাকার দৃশ্য দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ট্রাকটি লাফার্জ সিমেন্টের স্থানীয় ডিপোর মালামাল বহন করছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা একজনকে আটক করে থানায় নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ygba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন