English

27.4 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

ববিতে সড়ক নিরাপত্তা মূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

- Advertisements -
জুবায়ের ইসলাম চৌধুরী: বরিশালসহ সারা দেশে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক বিনির্মানে কাজ করে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সরকারের পাশাপাশি বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সড়ক নিরাপত্তা মূলক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং।
ববিতে অধ্যায়নরত সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। একদিন ব্যাপী টুর্নামেন্টের সকল ম্যাচ পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, ববি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: ইলিয়াস হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: আবদুল্লাহ আল-মামুন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো: রুহুল আমিন, বুরো বাংলাদেশ বিভাগীয় কার্যালয়ে কর্মরত মো: ওয়াসিম আকরামসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা শেষে সকাল ১০ টায় শুরু হয় টুর্নামেন্টর প্রথম ম্যাচ। এছাড়াও বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ মো: ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো: মোতালেব হোসেন সোহান।
অনুষ্ঠানের শুভ সূচনা করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, খেলাধূলা শরীর ও মন ভালো রাখে। শুধু লেখা পড়া নয় তার পাশাপাশি আমাদের খেলাধূলা করতে হবে। কারণ পড়াশোনা আমাদের মেধাবী করবে আর খেলাধূলা আমাদের শরীর সুস্থ রাখবে। তাই প্রতিটি মানুষের অন্তত দিনে অন্তত ১ ঘন্টা খেলাধূলা করা উচিত।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যদের। তারা আমাদের শিক্ষার্থীদের নিয়ে এমন সুন্দর একটি আয়োজন করেছে। আগামীতে তাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি। ববির সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xzfz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন