English

33.5 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা

- Advertisements -

বরিশাল প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ রোববার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় বিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটির প্রতিনিধি এবং বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

সভায় বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময়কালে সভাপতি আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম নগর পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং এর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম যেমন-মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সাথে সাথেই আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, টিআই প্রশাসন মো: এখলাস হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম খসরুসহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jehs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন