শ্বশুরের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে পটুয়াখালীর দশমিনায় মিনারা বেগম (৪৮) নামে এক পুত্রবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আব্দুল করিম চৌকিদারের সহধর্মিণী।
নিহত মিনারা বেগমের ছেলে মো. তাহির জানান, তার নানা দীর্ঘদিন আগে মারা গিয়েছিলেন। বিয়ের পর থেকে তিনি তার শ্বশুরকেই বাবার মতো ভালোবাসতেন এবং অসুস্থ থাকা অবস্থায় তার অনেক সেবাযত্ন করেছেন। আগে তিনি একবার বলেছিলেন তার বাবা (শ্বশুর) মারা গেলে তিনিও পরের দিন মারা যাবেন। এরমধ্যে মঙ্গলবার তার দাদা চেরাগ আলী চৌকিদার (৮৫) মারা যান।
তাহিরের ধারণা তার মা শ্বশুরের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ঘটনার দিন পরিবারের সবার অগোচরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i3bk
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
