বাংলাদেশের উদীয়মান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিসতা ইলেকট্রনিক্স-এর প্রধান কার্যালয় গুলশানে আজ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেশের প্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রবর্তক ইলিয়াস কাঞ্চন-এর দ্রুত আরোগ্য কামনায়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ভিসতা ইলেকট্রনিক্সের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম । দোয়া পূর্বে উপস্থিত সবাই ইলিয়াস কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মজীবন ও সমাজের প্রতি অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন।
এসময় নিসচা মহাসচিব এসএম আযাদ হোসেন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট তুলে ধরেন এবং সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান শামসুল আলম পনির, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং ভিসতা ইলেকট্রনিক্সের ডিরেক্টর উদয় হাকিম ।
সভায় বক্তারা বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন শিল্পী নন, তিনি এক মানবিক প্রেরণা — যিনি নিজের শোককে শক্তিতে রূপান্তর করে জাতিকে সচেতনতার পথে এগিয়ে দিয়েছেন।”
সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় যেন সবাই মিলে এই মহান মানুষটির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেন।