কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্য তেল আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় দেশে তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। তবে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে।
পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে সরকার। শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন বলেন, বাজারে মোটা চালের দাম স্থিতিশীল আছে। তবে সরু চালের দাম এখনও কিছুটা বেশি।
আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরে কোভিডের সময় উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেননি, মাঠে নামেননি, শ্রমিক খনিতে নামেননি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gq53