অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন ও দেয়ালিকা ‘দ্রোহ’ প্রকাশ করা হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় ৬ আগস্ট ২০২৫, বুধবার সকালে অগ্রণী ব্যাংক ভবনের নিচে এ রক্তদান কর্মসূচি ও দেয়ালিকা ‘দ্রোহ’ প্রকাশের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপকবৃন্দ, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, সভাপতি মো. গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেয়ালিকা ‘দ্রোহ’ সম্পাদনা করেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির মো. এমদাদুল আলম রনি এবং স্থিরচিত্রের সহযোগিতা করেন কামাল পারভেজ। দেয়ালিকায় শুভেচ্ছাবাণীসহ দিনভর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।