কোরবানি পশুর চামড়া সংরক্ষণ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপদেষ্টা বলেন, ‘এতিমদের হক চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক করেছে। যেখানে বড় সিদ্ধান্ত হলো, মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ দেবে সরকার। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্যমূল্য না পাবে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে।’
তিনি বলেন, ‘মাদ্রাসা ও এতিমখানায় ব্যবস্থাপনা এবং সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করব। সেগুলো ব্যাপকভাবে প্রচার করা হবে। ঈদের পরের দিন এ কমিটি আবার বসবে, দাম ঠিক রাখতে সব সময় কাজ করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘আগে সারাদেশে একসঙ্গে কাঁচা চামড়া আসত। চামড়া পচে যাবে সে কারণে দাম না পেলেও বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এবার সেটা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা চান গরিবের এই হক যেন ন্যায্যমূল্য পায়।’
চামড়ার দাম আগামীকাল নির্ধারণ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কমিটি আগামীকাল বৃহস্পতিবার আবারও বৈঠকে বসবে। তখন চামড়ার দাম নির্ধারণ করা হবে। এ বছর চামড়ার দাম গত বছরের চেয়ে বেশি হবে। বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা যেন না হয়। হাসিল ৫ শতাংশ থেকে কমানোর চেষ্টা হচ্ছে। এছাড়া সরবরাহ ও চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা।’