সালাম মাহমুদ: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর আয়োজনে বিপণন বিভাগের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ ই নভেম্বর ২০২৫; মঙ্গলবার, রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘সাহস ও সততা নিয়ে সারা বাংলাদেশে হামদর্দের স্বাস্থ্য সেবা ছড়িয়ে দিতে হবে। আমাদের নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়েই এ দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত হবে।’’
সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, ‘‘আমাদের সামনে অপার সম্ভাবনা। মানুষের মনে দুর্দান্ত আশা তৈরি করেছে হামদর্দ। এই প্রত্যাশাকে ধরে রাখতে বিরামহীনভাবে কাজ করতে হবে।’’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ও প্রটোকল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক ক্রয় মোহাম্মদ শরীফৃুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফিসিএ, পরিচালক প্রশাসন ও কোম্পানি সেক্রেটারি মো. আবদুল মজিদ, ভারপ্রাপ্ত পরিচালক মানবসম্পদ উন্নয়ন ও লিগ্যাল অ্যাফেয়ার্স মিজানুর রহমান, উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলারেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. ছাদেকসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বিপণন বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
