টানা তাপদাহের পর রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। পুরো রাজধানীতে না হলেও কিছু কিছু এলাকায় এক পশলা বৃষ্টির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকে রাজধানীর আকাশে মেঘ দেখা যায়। রাত ৯টার দিকে শনির আখড়া, পোস্তগোলা, সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়।
অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। এ সময় এলাকাগুলোতে শীতল বাতাসও বয়ে যায়।
টানা তাপদাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি মিলেছে এসব এলাকার জনজীবনে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টি হয়েছে বলে পোস্ট দিয়েছেন। অনেকে আবার বৃষ্টির ছবি-ভিডিও পোস্ট করেছেন।
সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঢাকায় এখনই তেমন বৃষ্টির আভাস নেই। তবে আগামী ৫ মে থেকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rpaa