রাজধানীর ডেমরার মাতুয়াইলে বহুতল ভবনে লাগা আগুন নয় ঘটনা পার হওয়ার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বৃহস্পতিবার বিকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রবিন জানান, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কেউই হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১০ তলা ওই ভবনে একটি লাইটার ফ্যাক্টরি ছিল। ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের বিভিন্ন ফ্লোরে দাহ্য পদার্থ ছিলো।
এ জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। পুরো ভবনে প্রবেশ ও বাহিরের জন্য একটি মাত্র সিঁড়ি ছিলো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hhy2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
