মোকলেছুর রহমান মাহারুক: ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ-এর অভিষেক, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এবং উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কবি ও প্রাবন্ধিক ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জীদী।
বিশেষ অতিথি ছিলেন গীতিকার ও কবি আব্দুল আউয়াল পিপিএম, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, সমাজসেবক ফজলুল হল হক টিটু, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উৎস প্রকাশনের স্বত্বাধিকারী ও সিলেট নাগরীবিদ মোস্তফা সেলিম, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর প্রমুখ।
সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা শুভেচ্ছা বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি শেলী সেলিনা, কবি এস এম শাহনূর, এডভোকেট একে এম ফজলুল হক, কবি অ্যাডভোকেট আব্দুল হক চাষী, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি জালাল উদ্দিন নলুয়া, কবি মামুন চৌধুরী, কবি আব্বাস আবদুল কালাম, কবি মাহাবুবা রহমান লাকী, অধ্যাপক হাসনা হেনা, কবি শাহ আলম মিয়া, কবি রায়হান সাগর, কবি শারাবান তহুরা, মীর্জা আশরাফ, শাহাদাত জয়, কবি লুৎফা জালাল, কবি নাদিরা খানম, কবি রোকিয়া পারভীন, কবি পলি সাহা, শাহাদাৎ হোসেন রুবেল,প্রকৌশলী এরশাদুল হক, কবি শেলী সেলিনা,কবি বিনয় মন্ডল,কবি শামীমা আফরোজ,কবি কাব্যিক পলাশ, কবি আসমা খানম ও পন্ডিত কার্তিক কর্মকার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক বিনয় মন্ডল এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিমা আফরোজ হ্যাপী।
বিশেষ উল্লেখযোগ্য, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে আজীবন সম্মাননা এবং পাঁচজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কবি ও প্রাবন্ধিক ড. শফিকুল ইসলাম, গীতিকার আব্দুল আউয়াল ও সমাজসেবক ফজলু হল হক টিটু। বিশেষ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কবি মামুন চৌধুরী, ফ্যাশন ডিজাইনার সানাইয়া চৌধুরী এবং সংগঠক জাকির হোসেন জিতু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গীতিকার আব্দুল আউয়ালের সভাপতিত্বে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে দেশের গুণী কবি ও সংগীত শিল্পীরা মনোগ্রাহী পরিবেশনায় উপস্থিত ছিলেন। শিল্পী মাহবুবা বেগম, শামীমা আফরোজ, বাউল ছালমা, কাব্যিক পলাশ, শিল্পী শাহরীন সুরমা, শিল্পী সুমন মুস্তাফিজ প্রমুখ সংগীত পরিবেশন করেন। কবি হাসনাইন সাজ্জাদী’র গান পরিবেশ করেন বাউল সালমা।
রাজগির কর্মকার সংগঠন সম্পর্কে ইংরেজি প্রবন্ধ পাঠ করেন।
উপদেষ্টা পরিষদ
সংগঠনকে পরিচালনায় সহযোগিতার জন্য বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদীকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীরমুক্তিযোদ্ধা কবি ও গীতিকার মোহাম্মদ আবদুল আউয়াল পিপিএম, সমাজসেবক ফজলুল হক টিপু, বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম, কবি সামসুন্নাহার ফারুক, কবি জালাল উদ্দিন নলুয়া, গবেষক মোস্তফা সেলিম ,কবি ও সম্পাদক নূরুল হক, কবি ও গীতিকার অনিমেষ বড়াল, লায়ন সাংবাদিক সালাম মাহমুদ,সাংবাদিক শ্রী অশোক ধর, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি রীনা তালুকদার।
২০২৫ থেকে ২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি
কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলাকে সভাপতি, কবি ও কণ্ঠশিল্পী অধ্যাপক মাহবুবা বেগমকে সাধারন সম্পাদক এবং কবি ও প্রাবন্ধিক শেলী সেলিনাকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২৫-২০২৮ মেয়াদের জন্য গঠিত হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি ড. গৌরী ভট্টাচার্য, পণ্ডিত কার্তিক কর্মকার, কবি আফরিনা পারভীন, অধ্যাপক হাসনা হেনা, কবি কাজী আনার কলি, কবি বিনয় মন্ডল, রোকিয়া পারভীন, কবি মামুন চৌধুরী, কবি ও প্রকাশক মাহাবুবা লাকী ও লেখক প্রকাশক মাহমুদুল হাসান রানা। সাংগঠনিক সম্পাদক কবি ও প্রাবন্ধিক শেলী সেলিনা, সহ সাংগঠনিক সম্পাদক নিয়াজ রায়হান সাগর, অর্থ সম্পাদক রবিউল ইসলাম খান, সহ অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন রুবেল, প্রচার সম্পাদক পলি সাহা, সহ প্রচার সম্পাদক শিউলি মণ্ডল,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীমা আফরোজ হ্যাপী,সহ সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক সুরাইয়া আক্তার চিশতী রীমা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল হক চাষী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলোরা সোমা, আন্তর্জাতিক সম্পাদক কবি ও সংগীত শিল্পী সুমন মুস্তাফিজ, সহ আন্তর্জাতিক সম্পাদক মাহমুদা সুলতানা, গণসংযোগ সম্পাদক মিডিয়া কর্মী শাহাদাৎ জয়, সহ গণসংযোগ সম্পাদক প্রকৌশলী কবি এরশাদুল হক, প্রকাশনা সম্পাদক কবি আফিয়া রুবী,সহ প্রকাশনা সম্পাদক কবি শারাবান তহুরা, সংগীত বিষয়ক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী কাব্যিক পলাশ, সহ সংগীত বিষয়ক সম্পাদক হৃদয় কুমার ঢালী, যুব বিষয়ক সম্পাদক সাকিব হোসেন রাজু,সহ যুব বিষয়ক সম্পাদক নূরুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক নাদিরা খানম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক টিটু বাহার, ক্রীড়া সম্পাদক খন্দকার আল মোর্শেদ বিল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক ফখরুল আলম অপু, সমাজকল্যাণ সম্পাদক কবি ও লেখক আসমা খানম, সহ সমাজকল্যাণ সম্পাদক রলী আক্তার, আপ্যায়ন সম্পাদক দিলীপ কুমার পাসী, সহ আপ্যায়ন সম্পাদক তমালিকা মণ্ডল, কার্য নির্বাহী সদস্য : কবি মাহাবুবা হক, কবি সাংবাদিক ও প্রাবন্ধিক আতিক আজিজ, কবি মুনশি অনন্য রাজ্জাক, এডভোকেট একেএম ফজলুল হক, সমাজসেবক মনির হোসেন, কবি আব্বাস আবুল কালাম, কবি শাহ আলম মিয়া, কবি আতিয়ার রহমান, কবি লুৎফা জালাল, কবি আরিফ চৌধুরী, কবি রেহানা খানম, কবি ফাতেমা এনি, কবি ও বাচিক শিল্পী ইশরাত শিউলী, লেখক আবদুল হালিম খান,কবি কৃষ্ণকলি মুনা, কবি মোহাম্মদ সোলায়মান সহজ, কবি মমতাজ মম, কবি জিয়াউল হক জিয়া, কবি সেতু মণ্ডল, কবি হোসনেআরা শাপলা,কবি ফারা দীবা, কবি রাকিব জমাধার, কবি অমৃত তরফদার অমিত ও এডভোকেট মফিজ উদ্দিন।