রাজধানীর সেনাপ্রাঙ্গনে প্রায় ২ হাজার উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে চায়না ই-কমার্স বিজনেস সামিট ২০২৫।
শনিবার (২২নভেম্বর) সকাল সাড়ে ১১ থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটিকাটা রোডে চায়না ই-কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে এআরসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন চীনা সফল ব্যবসায়ী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি জানান, চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কর্মপরিধি আরো সহজ করা সম্ভব।
সামিটে অন্যান্য বক্তারা জানান, চাইনিজ পন্যের আমদানি বাড়ানো সময়োপযোগী পদক্ষেপ, যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। সামিটের মূল লক্ষ্য হলো, নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়ীক প্রসার ও পণ্য বাজারজাত সহজলভ্য করা। আমদানি ও রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে ব্যবসায়ীক সুযোগ আর জ্ঞানকে কাজে লাগানোর প্রতি জোর দেন বক্তারা।
সামিটের আয়োজক প্রতিষ্ঠান এআরসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক, ইব্রাহীম হোসেন প্রিন্স জানান, দেশের বাজারে চায়না পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কম মূল্যে মানসম্মত পন্য একদিকে যেমন বাজারকে সম্পৃদ্ধ করবে, তেমনি ভোক্তাদেরও সন্তুষ্টি বাড়াবে। তিনি আরো জানান, “উইনিং প্রোডাক্ট” নির্ধারণ ও সেটি সহজে আমদানি ও বিক্রিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতই সামিটের লক্ষ্য। এমন উদ্যোগ বেকারত্ব দূর ও কর্মসংস্থান বাড়াবে বলেও জানান আয়োজকরা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রায় ২ হাজার উদ্যোক্তা।
