English

30.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

আটাবে প্রশাসক নয়,নির্বাচিত কমিটি চান সদস্যরা

- Advertisements -

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস (আটাব)-এ প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে আটাব কার্যালয়ের সামনে প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনে তারা এ দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ করে কখনো কার্যকর ফল পাওয়া যায়নি। বরং দীর্ঘমেয়াদি প্রশাসকের উপস্থিতিতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। তারা জানান, আটাবে এর আগে কখনো প্রশাসক নিয়োগ করা হয়নি এবং সাধারণ সদস্যরা এটি চান না। তাদের দাবি, নির্বাচিত কমিটির অধীনেই আটাবের কার্যক্রম পরিচালিত হোক।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে প্রশাসক প্রত্যাহার করা হোক।

মানববন্ধনে টিকিট কালোবাজারি ও সিন্ডিকেটের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অভিযোগ করেন, একটি সিন্ডিকেট যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়াই এয়ার টিকিট ব্লক করে কালোবাজারে বিক্রি করছে। এতে টিকিটের দাম দ্বিগুণ-তিনগুণ বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই সিন্ডিকেটের সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু জিএসএ এবং কয়েকটি ট্রাভেল এজেন্সি জড়িত। তারা সরকারের পরিপত্র উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

এছাড়া, অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালার অভাবে কিছু ওটিএ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত ওটিএ নীতিমালা প্রণয়নের দাবি জানান আটাব সদস্যরা।

মানববন্ধনে টিকিট সিন্ডিকেটের অন্যতম হোতা জুম্মন চৌধুরী ও সবুজ মুন্সীর গ্রেপ্তার এবং তাদের এজেন্সির লাইসেন্স বাতিলের দাবি উঠে। বক্তারা বিমান মন্ত্রণালয়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক শাহ আলম কবির, শরীফুল আলম দিপু, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মাহমুদুল ইসলাম, জহিরুল ইসলাম, সুমন, ফয়সাল করিম জনি, ইমাম হোসেন, আনোয়ার হোসেন, মোজাফ্ফর হোসেন, জসিম হোসেনসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hg8y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন