English

29.9 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

উত্তরায় কাঁচাবাজারে আগুন, বহু দোকান পুড়ে ছাই

- Advertisements -

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানিয়েছেন, রাত ২টা ৫ মিনিটের জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে এর পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাজ শেষে কয়েকটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখন উত্তরা ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনে কোনও হতাহত হয়নি বলে জানান তিনি।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, জানতে চাইলে আলম হোসেন বলেন, তৎক্ষণাৎ কিছু জানা যায়নি। শুধু বেশ কয়েকটি দোকান পুড়েছে।

এর নির্দিষ্ট সংখ্যাও এখন বলা যাবে না।অগ্নিনির্বাপণের কাজ শেষ করে তারপর এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।

আগুন লাগার খবর পেয়ে বাজারে ছুটে আসেন দোকানিরা। অনেকটা ঝুঁকি নিয়ে দোকান থেকে মালপত্র বের করতে দেখা যায় তাদের। অনেকের নগদ টাকা পুড়ে যাওয়ায় হাহাকার করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনাস্থলে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক ও ফার্নিচারের দোকান ছিল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এসব দোকান পুড়ে গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/psz1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন