English

30 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫
- Advertisement -

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ

- Advertisements -

‘একতাই শক্তি একতাই মুক্তি’ স্লোগানকে ধারণ করে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি’। শুক্রবার সন্ধ্যা সাতটায় নিকুঞ্জের জামতলায় জাহিদ ইকবাল চত্ত্বর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বিশেষ করে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি ও কথাশিল্পী শামসুল আলম সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ফিতা কাটার মাধ্যমে সংগঠনটি শুভ আত্মপ্রকাশ ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মোঃ মিসবাহ উদ্দিন।

এলাকার জনকল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনের ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির উদ্যোক্তা জাহিদ ইকবালকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে রয়েছেন শফিকুল ইসলাম খোকন, মোঃ আবু মুসা, মুকুল হোসেন মৃধা, এ এম আইয়ুব পাপ্পু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ডাক্তার আতিকুর রহমান খান পলাশ, জিসাদ ইকবাল, ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, আলতাফ হোসেন, এ এস এম শওকত আলী,মতিউর রহমান স্বপন, জাকির হোসেন, মাহবুবুল হক, মোহাম্মদ নুরুল আমিন মজুমদার ঝিন্টু,ফজলুল হক আসাদ, মোঃ মনিরুল ইসলাম , নুরুল ইসলাম রবি,আমির হোসেন, রতন বাবু,খন্দকার মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, তাসবির ইকবাল প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক জাহিদ ইকবাল এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘এলাকার জনকল্যাণে সুন্দর একটি আগামী গড়ে তোলার জন্যই আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। আমরা আশাবাদী ছোট্ট এই এলাকা থেকে আমাদের সংগঠনটি একদিন পুরো দেশের রোল মডেল সংগঠন হিসেবে জায়গা করে নিবে।’

জানা গেছে, এই আহ্বায়ক কমিটির মধ্য থেকে আগামী কয়েক মাসের মধ্যে যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হবে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি এলাকার সামাজিক উন্নয়ন, জনসেবা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন