English

29.1 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫
- Advertisement -

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরেছে ১৯৫ মিলিমিটার

- Advertisements -

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজও দিনভর বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wgwc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন