English

27.7 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

ঢাকা ডকল্যাবের নবম আসরের সমাপ্তি

- Advertisements -

এশিয়ার অন্যতম ডকুমেন্টারি কো-প্রোডাকশন প্রজেক্ট মার্কেট ঢাকা ডকল্যাব-এর নবম আসর গতকাল শনিবার সমাপ্ত হয়েছে। অনলাইনে দশ দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে মেন্টরিং, ওয়ান টু ওয়ান মিটিং এবং পিচিং সেশন শেষে গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফেকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান।

হাইব্রিড ফর্ম্যাটে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ডকল্যাব পরিচালক তারেক আহমেদ। অন্যান্যের মধ্যে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আকরাম খান, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য রফিকুল আনোয়ার রাসেল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির বক্তব্য রাখেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের খ্যাতিসম্পন্ন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, উৎসব পরিচালক এবং আন্তর্জাতিক ডকুমেন্টারি ল্যাবের ক্রিয়েটিভ হেড সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী নির্মাতারা অনলাইনে যোগ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাসুমা রহমান তানি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জের কথা তুলে ধরে তা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। তিনি আরও আশ্বাস দেন যে, খাত হিসেবে প্রামান্য চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসি সকল প্রকার প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

ঢাকা ডকল্যাব বাংলাদেশে প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে দেশ বিদেশের তরুণ ও উঠতি নির্মাতারা তাদের প্রকল্প উপস্থাপন ও বিভিন্ন সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান।

পরিবর্তিত পরিস্থিতি ও অনুষ্ঠান আয়োজনের আর্থিক অনিশ্চিত অবস্থার কারনে এ বছর ঢাকা ডকল্যাবের নবম আসর সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হয়। ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালা ও পিচিং সেশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইনস, মালয়েশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ইউক্রেনসহ নয়টি দেশের নির্মাতারা ১৭টি চলচ্চিত্র নির্মান প্রকল্প নিয়ে অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে একাধিক নির্মাতাকে তাদের প্রকল্পের জন্য পুরস্কৃত করা হয়। যার তালিকা নীচে দেয়া হলো।

• ডকএজ নিউজিল্যান্ড অ্যাওয়ার্ড: ব্লু কলারস ফ্রম দ্য ফ্রন্টলাইন (বাংলাদেশ) – নির্মাতা চিত্ত আনন্দী এবং প্রভা (ভারত) – নির্মাতা বিনিতা নেগি
• ইউরোডক অ্যাওয়ার্ড: মান্ত্রা অফ দ্য ম্যানগ্রোভস (বাংলাদেশ) – নির্মাতা তায়রান রাজ্জাক।
এই পুরস্কারের অংশ হিসেবে উল্লেখিত নির্মাতারা উপরে উল্লিখিত ল্যাব ও উৎসবের পিচিং সেশনে আগামী বছর অংশগ্রহনের সুযোগ পাবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cw5o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন