রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (২৬ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দু’টি পৃথক শাট ডাউনের একটির জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীর জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগে এবং অন্যটির জন্য সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cdg8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন