রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) বিলবোর্ডের নিচের প্রধান সড়কে মোটরসাইকেলযোগে এসে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনার পর কাছাকাছি থাকা একটি পুলিশ গাড়ি তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ধানমন্ডি ৩২-এর দিক থেকে টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় এবি ব্যাংকের সামনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। আমরা আট নম্বর রোড পর্যন্ত ধাওয়া করি, কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।” বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
