রাজধানীর তেজগাঁও এলাকাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ঐ যুবক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল। তেজগাঁও থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
